Alipurduar News: জান নদীর ওপর পাকা সেতুর দাবি আলিপুরদুয়ারের বাসিন্দাদের

Last Updated:

ভাঙা সাঁকো দিয়ে প্রাণ হাতে যাতায়াত করেন গ্রামের মানুষ, পাকা সেতুর স্বপ্ন আজ দেখেন গ্রামবাসীরা। আলিপুরদুয়ার জেলার দুই নম্বর ব্লকের খলসীমারি ও খাপসা ডাঙ্গা বাজারে যাতায়াতের পথের মাঝে রয়েছে একটি ছোট্ট নদী।

+
title=

#আলিপুরদুয়ার : ভাঙা সাঁকো দিয়ে প্রাণ হাতে যাতায়াত করেন গ্রামের মানুষ, পাকা সেতুর স্বপ্ন আজ দেখেন গ্রামবাসীরা। আলিপুরদুয়ার জেলার দুই নম্বর ব্লকের খলসীমারি ও খাপসা ডাঙ্গা বাজারে যাতায়াতের পথের মাঝে রয়েছে একটি ছোট্ট নদী। সেই নদীর স্থানীয় নাম জান। জান নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি সেই স্বাধীনতা পরবর্তী সময়ের ,কিন্তু স্থানীয়দের সেই দাবি আজও পুরণ হয় নি।তবে নেই মামার চেয়ে, কানা মামা ভালো, হিসেবে একটি বাঁশের সাঁকো আছে। তবে সেটির হাল সত্যিই খুব খারাপ।
 
 
advertisement
অনেকটা ওই কানা মামার মত চোখে না দেখার মত অবস্থা আর কি। ওই নড়বড়ে ভাঙা সাঁকো পেরিয়েই গ্রামের পড়ুয়া, কৃষক, ব্যবসায়ী সহ সকলকেই যাতায়াত করতে হয়। আর এই যাতায়াতের পথে সাঁকোর ওপরে দুর্ঘটনা হামেশাই ঘটে। মোটর সাইকেল নিয়ে সাঁকো থেকে একেবারে জানের কোলে পরে যাওয়ার ঘটনাও নেহাত কম ঘটেনি। সাঁকো পেরিয়ে পানীয় জল নিতে আসতে হয় খলসীমারির মহিলাদেরবর্ষার সময় সেটা হয়ে দাঁড়ায় ভয়ের ব্যাপার।
advertisement
আরও পড়ুনঃ পুজোর আগে অবৈধ মদ উদ্ধার কালচিনি থেকে
সকালে কোলে করে শিশু দের ভাঙা সাঁকো দিয়ে স্কুলের উদ্দেশ্যে পার করে দেয় অভিভাবকরা। ফের একবার বিকেল হবার আগেই সাঁকোর পাড়ে এসে বসে থাকতে হয় তাদের নিরাপদে ফিরিয়ে নিতে। গ্রামের মানুষদের নিত্য কর্ম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি।
advertisement
আরও পড়ুনঃ বেড়েই চলেছে হাতির হানা! ধানক্ষেত নষ্ট আলিপুরদুয়ার ২ ব্লকের বাকলা এলাকায়
অভি‌যোগ, এর আগে তৃণমূলের প্রাক্তন বিধায়ক জেমস কুজুর ওই গ্রামে ২০১৬ বিধানসভার সময় ভোট চাইতে গিয়ে এই সেতুটি করে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ভোটে জিতে তিনি আর ওই গ্রাম মুখী হননি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি বিশ্বাস সরকার বলেন, গ্রাম পঞ্চায়েত থেকে আমরা প্রতি বছর একটি বাঁশের সাঁকো তৈরি করি, এর বেশি কিছু করতে গেলে ওপর মহলে জানাতে হবে।
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জান নদীর ওপর পাকা সেতুর দাবি আলিপুরদুয়ারের বাসিন্দাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement