Alipurduar News: পুজোর আগে অবৈধ মদ উদ্ধার কালচিনি থেকে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজোর আগে অবৈধ মদ তৈরির কারখানার হদিস মিলছে আলিপুরদুয়ার জুড়ে। কালচিনি ব্লকের সাতালি নাকাডালা এলাকায় বৃহস্পতিবার অবৈধ মদ তৈরির কারখানায় হানা দিল পুলিশ ও আবগারি দফতর।
#আলিপুরদুয়ার : পুজোর আগে অবৈধ মদ তৈরির কারখানার হদিস মিলছে আলিপুরদুয়ার জুড়ে। কালচিনি ব্লকের সাতালি নাকাডালা এলাকায় বৃহস্পতিবার অবৈধ মদ তৈরির কারখানায় হানা দিল পুলিশ ও আবগারি দফতর। জানা যায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন কালচিনি ব্লকে সাতালি নাকাডালা এলাকায় এক কারখানায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ মদ উদ্ধার করে কালচিনি পুলিশ ও আবগারি দফতর। এ বিষয়ে আবগারি দফতর সূত্রে খবর, এর পেছনে আসাম ও কোচবিহার জেলার যোগসূত্র রয়েছে।
গত শনিবার চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে শামুকতলা থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ মদ নষ্ট করা হয়েছে প্রায় আড়াইশো লিটার চোলাই। শামুকতলা থানার পুলিশ সূত্রে জানা গেছে দূর্গা পূজার প্রাক্কালে মদ এবং জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চা বাগান এলাকা গুলিতে চোলাই মদের কারখানা তৈরি হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেড়েই চলেছে হাতির হানা! ধানক্ষেত নষ্ট আলিপুরদুয়ার ২ ব্লকের বাকলা এলাকায়
এবার আর কারখানা নষ্ট করার কোন বিষয় নেই সরাসরি চোলাই মদের সঙ্গে ব্যবসায়ীদের গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন শামুকতলা থানার ওসি। গভীর রাতে রহিমাবাদ চা বাগানে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পি সি পার্টি। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬ বি ধারায় মামলার রুজু করেছে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত প্রয়াত বঙ্গরত্নের স্ত্রী
এছাড়াও বাকি চা বাগান গুলিতে এবার পুলিশের অভিযান অব্যাহত থাকবে। শনিবার রহিমাবাদ এলাকা থেকে গ্রেফতার আটজনকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। শামুকতলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে থানার সাদা পোশাকের পুলিশের দল বিভিন্ন জায়গায় অভিযান চালাবে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
September 15, 2022 9:29 PM IST