Alipurduar: পার্কের জৌলুশ ফিরিয়ে দিতে ঢেলে সাজানোর উদ্যোগ নিল প্রশাসন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কোচবিহার নরেন্দ্রনারায়ণ পার্ককে ঢেলে সাজানোর উদ্যোগ নিল প্রশাসন। সেলফি পয়েন্ট-সহ একাধিক বিনোদনমূলক প্রকল্পের উদ্বোধন করা হল কোচবিহার নরেন্দ্রনারায়ণ পার্কে।
আলিপুরদুয়ার: কোচবিহার নরেন্দ্রনারায়ণ পার্ককে ঢেলে সাজানোর উদ্যোগ নিল প্রশাসন। সেলফি পয়েন্ট-সহ একাধিক বিনোদনমূলক প্রকল্পের উদ্বোধন করা হল কোচবিহার নরেন্দ্রনারায়ণ পার্কে। কোচবিহারের কেন্দ্রবিন্দু রাজবাড়ি সংলগ্ন প্রকৃতি ঘেরা এই পার্কের সার্বিক উন্নয়নের জন্য একাধিক বিনোদনমূলক প্রকল্পের উদ্বোধন করলেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ-সহ অন্যান্য আধিকারিকরা। পার্কটিতে রাজ বাড়ির বহু পর্যটক প্রকৃতির মাঝে খানিক টা জিরিয়ে নিতে আশ্রয় নেয় এই পার্কে। পর্যটক দের আনাগোনা লেগেই থাকে সারা বছর। জানা যায়, কোচবিহারের মহারাজানৃপেন্দ্র নারায়ণ ১৮৯২ সালে কোচবিহারে নৃপেন্দ্র নারায়ণ বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে বন দফতর অধিগ্রহণ করে। ধীরে ধীরে সেই পার্কে পর্যটক টানতে একাধিকবার বিভিন্ন উদ্যোগ নেয় বন দফতর। এবার ফের বিশেষ ভাবে পার্কটির গৌরবান্বিত ইতিহাসকে বজায় রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। কর্মক্ষেত্রে অবসরের পর স্বস্তির নিঃশ্বাস নিতে রোজ এই পার্কে আসেন কোচবিহারের বহ প্রবীণ মানুষেরা। পার্কটিতে সিনিয়র সিটিজেনদের বসার জন্য আলাদা একটি কর্নার করা হয়েছে। সেখানে বসে সংবাদপত্র-সহ বিভিন্ন ধরনের বই পড়ার ব্যবস্থা থাকবে । কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, \" এনএন পার্কে বেশকিছু প্রকল্পের উদ্বোধন হল। এতে বাসিন্দাদের ভাল লাগবে।\" উদ্যান বিভাগের বন আধিকারিক অঞ্জন গুহ বলেন, \"সাধারণ মানুষের বিনোদনের কথা মাথায় রেখেই এসব তৈরি করা হয়েছে।\" ঐতিহ্যবাহী এই পার্কটিকে আরও সাজিয়ে তুলতে ইতিমধ্যেই টয় ট্রেন-সহ ছোট ছোট বাচ্চাদের খেলার বিভিন্ন সামগ্রী নিয়ে আসা হয়েছে। এবার সেই পার্কে পর্যটকদের জন্য উদ্বোধন হল একটি সেলফি পয়েন্টের। কোচবিহারের মানুষের আত্মার আত্মীয় এন.এন পার্ক অচিরেই শহরের বিনোদনের মুল কেন্দ্র স্থল হয়ে উঠবে বলে জানান স্থানীয়রা।
Location :
First Published :
Apr 17, 2022 12:58 AM IST








