Alipurduar News: খাঁচাবন্দী হল আটিয়াবাড়ি চা বাগানে ঘুরে বেড়ান লেপার্ডটি
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আলিপুরদুয়ারের বাগানের শ্রমিকরা ।
আলিপুরদুয়ারঃ চা বাগানের ত্রাস উদ্ধার হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেন শ্রমিকরা। আলিপুরদুয়ার আটিয়াবাড়ি চা বাগানে বনদফতরের পাতা খাঁচায় বন্দী হল একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। মঙ্গলবার ভোরবেলায় আলিপুরদুয়ার জেলার চা বাগানের ১৪ নং সেকসনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী লেপার্ডটিকে দেখতে পান এলাকার বাসিন্দারা। পরবর্তীতে বনদফতরে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে ।
উল্লেখ্য বেশ কিছুদিন ধরে লেপার্ডের আতঙ্ক চলছে আটিয়াবাড়ি চা বাগানে। এখনও অবধি লেপার্ডের হানায় বেশ কয়েকজন শ্রমিক জখম হয়েছে। অবশেষে লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আলিপুরদুয়ারের বাগানের শ্রমিকরা।
advertisement
বক্সা ব্যাঘ্র প্রকল্প বনকর্মীরা লেপার্ডটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা করার পর লেপার্ড টিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে আলিপুরদুয়ার জেলার বনদফতর সুত্রে খবর।
advertisement
Ananya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 3:34 PM IST