শিক্ষকের নির্মম প্রহারে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Last Updated:

মহারাষ্ট্রের আহমেদনগরে এক শিক্ষকের প্রহারে দ্বিতীয় শ্রেণির ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ৷ জানা গেছে ছাত্রের মাত্র দোষ ছিল সে অঙ্কে সঠিক উত্তর দিতে পারেনি ৷ শিক্ষার্থীর সঠিক উত্তর না পেয়ে রেগে বেদম প্রহার করেন ছোট্ট ছাত্রকে ৷ নির্মম ভাবে ছাত্র পিটিয়েও স্বাদ মেটেনি, যে বেত দিয়ে ছোট্ট ছাত্রকে পেটাচ্ছিলেন সেই বেতই তার মুখে গুঁজে দেন ৷ ঘটনার জের ছোট্ট শিশুটি এখন কথা পর্যন্ত বলতে পারছেনা ৷ গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসকেরা জানিয়েছেন আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ৷

#মহারাষ্ট্র: মহারাষ্ট্রের আহমেদনগরে এক শিক্ষকের প্রহারে দ্বিতীয় শ্রেণির ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ৷ জানা গেছে ছাত্রের মাত্র দোষ ছিল সে অঙ্কের সঠিক উত্তর দিতে পারেনি ৷ শিক্ষার্থীর সঠিক উত্তর না পেয়ে রেগে বেদম প্রহার করেন ছোট্ট ছাত্রকে ৷ নির্মম ভাবে ছাত্র পিটিয়েও স্বাদ মেটেনি, যে বেত দিয়ে ছোট্ট ছাত্রকে পেটাচ্ছিলেন সেই বেতই তার মুখে গুঁজে দেন ৷ ঘটনার জের  ছোট্ট শিশুটি এখন কথা পর্যন্ত বলতে পারছেনা ৷ গুরুতর আহত অবস্থায় পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসকেরা জানিয়েছেন আহত ছাত্রের অবস্থা আশঙ্কাজনক ৷
নজিরবিহীন ঘটনায় স্তম্ভিত স্কুলের বাকি শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ৷ অভিযুক্ত শিক্ষক চন্দ্রকান্তের বিরুদ্ধে আহমেদনগরের কার্জন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয় ৷ এলাকা তোলপাড় চলছে ৷ স্কুলের সব অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ৷ শিক্ষক সমাজের মেরুদণ্ড তৈরি করেন, তিনিই শিক্ষার্থীকে শেখান ষড়রিপুকে কীভাবে জয় করতে হয় ? এখন তিনিই যদি আদর্শ বিচ্যুত হয়ে পাশবিক হয়ে ওঠেন তাহলে ছাত্রেরা শিখবে কেমন করে ?
advertisement
advertisement
অভিভাবকেরা মনে করেন ছোট্ট ঐ শিশু ভুল করেছে ঠিকই অন্য শাস্তি তাকে দেওয়াই যেত ৷ মানবিকতার উর্ধ্বে কিছুই নেই ৷ শিক্ষকের পাশবিক আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছে সব মহল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শিক্ষকের নির্মম প্রহারে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement