নাবালিকা ধর্ষণে উত্তপ্ত মহিষাদল, অভিযুক্ত স্থানীয় যুবক পলাতক

Last Updated:

নাবালিকা ধর্ষণে উত্তাল মহিষাদল ৷ নাবালিকা ধর্ষণে অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কেশবপুরে। ঘটনার পর থেকে অভিযুক্ত বছর ২৮-এর এক যুবক পলাতক। আটক করা হয়েছে যুবকের দিদিকে ।

#মহিষাদল: নাবালিকা ধর্ষণে উত্তাল মহিষাদল ৷ নাবালিকা ধর্ষণে অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কেশবপুরে। ঘটনার পর থেকে অভিযুক্ত বছর ২৮-এর এক যুবক পলাতক। আটক করা হয়েছে যুবকের দিদিকে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদল থানার কেশবপুর রেল স্টেশনের কাছে ওই নাবালিকার বাবার একটি পানের দোকান রয়েছে। বাবা প্রতিবন্ধী । দোকানের কিছুটা দূরেই নাবালিকার বাড়ি। বৃহস্পতিবার বিকেলে নাবালিকা শিশুটি বাবার দোকানে আসে। সেখানেই খেলা করছিল শিশুটি।
advertisement
advertisement
কিছুক্ষণ পরে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । খোঁজাখুঁজি শুরু করলে দোকানের কিছুটা দূরে ফাঁকা জমির মধ্যে এক যুবক সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়। শিশুটির জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল অভিযুক্ত। সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক । শিশু কন্যাটি অসুস্থ হয়ে পড়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে ।
advertisement
পুলিশ সূত্রে খবর অভিযুক্তের দিদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে অবশ্য় ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে ৷ অভিযুক্তের বাড়ি নন্দকুমার থানার দয়ালদাসি এলাকায়। অভিযুক্তের খোঁজে চিরুণি তল্লাশি শুরু হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
নাবালিকা ধর্ষণে উত্তপ্ত মহিষাদল, অভিযুক্ত স্থানীয় যুবক পলাতক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement