চন্দ্রকোণায় বাস-লরি মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫
Last Updated:
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জন যাত্রীর৷ মৃতদের মধ্যে রয়এছেন ট্রাক চালকও৷ আহতদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা চলছে৷
#চন্দ্রকোনা: বুধবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী হল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার খেজুরবনি৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবোঝাই বাসের৷ মৃত কমপক্ষে ৫ জন৷ আহত আরও অনেকে৷ বাসটি তারকেশ্বর থেকে খড়গপুর যাচ্ছিল৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছিল৷ একটি গাড়িকে পাশ কাটাতে গিয়েই নিয়ন্ত্রণ হারায়৷ মুখোমুখি ধাক্কা মারে একটি ট্রাককে৷ তীব্র গতিবেগের মধ্যেই উল্টে যায় বাসটি৷ গতির জেরে উল্টে গিয়ে বেশ অনেকটা ছিটকে যায়৷
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন যাত্রীর৷ মৃতদের মধ্যে রয়েছেন ট্রাক চালকও৷ আহতদের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা৷ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিত্সা চলছে৷
advertisement
Location :
First Published :
December 26, 2018 8:12 AM IST