
আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিং জেলা শুধু নয়, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিমি ঝঞ্ঝার করার কারণেই সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলা গুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। হালকা কুয়াশা সকালের দিকে দু এক জায়গায়। মূলত পরিষ্কার আকাশ দিনভর সূর্যের আলো। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ উত্তরের চার জেলা ছাড়া অন্য কোন জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ থেকে সাত দিনে।