দেবের সামনেই তৃণমূলের দু পক্ষের তুমুল মারামারি, ঘাটালে তুলকালাম! সব দেখে কী বললেন সাংসদ? কিল, চড়, ঘুষি তো বটেই, বাঁশ-লাঠি নিয়েও চলল পরস্পরের বিরুদ্ধে হামলা৷ পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে ঘটনাস্থল ছেড়ে চলে আসতে বাধ্য হন দেব৷ রবিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম৷ তৃণমূল সূত্রে খবর, কয়েকদিন আগে সাংসদ দেবকে বাদ দিয়েই ঘাটাল শিশু মেলা পরিচালনার কমিটি তৈরি করে ফেলেন শঙ্কর দোলুই৷ যদিও এই কমিটি বাতিল করে নতুন কমিটি তৈরির জন্য শঙ্কর দোলুইকে বলেন দেব৷ রবিবার ফের নতুন করে কমিটি তৈরির জন্য সবপক্ষকে নিয়ে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে বৈঠক ডাকা হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷