রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে বালিগঞ্জ এখনও ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না, বালিগঞ্জ থেকে ট্রেন চলছে দক্ষিণ শাখার। কলকাতায় অতি বৃষ্টির জেরে দীর্ঘ সময় ধরে জল জমা শিয়ালদহে। তার জেরে ট্রেন পরিষেবা বিপর্যস্ত ছিল।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে বিতর্কে পাক পেসার, এবার লজ্জা ভুলে হ্যারিস রাউফের বউ যা ছবি দিলেন… ভাইরাল
advertisement
হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ সাউথ ইয়ার্ড ছিল জলমগ্ন। পাম্প করে সেই জল বের করার চেষ্টা চলে। মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়। তার মধ্যে ছিল আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস। বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবাও বিঘ্নিত হয়। শিয়ালদহগামী বেশ কিছু ট্রেন ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করে। ট্রেনগুলি দমদম স্টেশন পৌঁছনোর আগেই আটকে যায় বেশ কিছু ট্রেন।
তারকেশ্বর এবং বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা ছিল অনিয়মিত। সব লাইনেই ট্রেন দেরিতে চলে। সেই কারণে ট্রেনগুলিতে যাত্রীদের ভিড়ও বৃদ্ধি পেয়েছে। একাধিক লোকাল ট্রেন বাতিল হয়।