পাকা ধানে 'মই দিতে' ভুটান থেকে নেমে এল হাতির দল, কিন্তু তার আগে নদীতে মেতে উঠল খেলায়! দেখুন বিরল দৃশ্য

Last Updated:

Elephant : ভুটান থেকে বাংলার পথে নেমে এল এক বিশাল হাতির দল! বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি গুদাম লাইন এলাকার চামুচ্চি নদীতে দাপিয়ে বেড়াতে দেখা যায় প্রায় ৫০-৬০ টি হাতির একটি দলকে।

+
হাতির

হাতির দল

জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভুটান থেকে বাংলার পথে একদল গজরাজ! নদী পেরোতেই তোলপাড় কাঁঠালগুড়ি এলাকা। দুপুরের নিস্তব্ধতা ভেঙে যেন হঠাৎই নেমে এল জঙ্গলের রাজা! শুক্রবার দিনের আলোয় বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি গুদাম লাইন এলাকার চামুচ্চি নদীতে দেখা গেল এক বিরল দৃশ্য।
প্রায় ৫০-৬০টি হাতির বিশাল একটি দল নদীর জলে মেতে উঠেছে খেলায়।  মুহূর্তেই সেই দৃশ্য বন্দি হয়েছে স্থানীয়দের মোবাইল ক্যামেরায়, যা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, নদীর দিক থেকে অদ্ভুত আওয়াজ শুনে বেরিয়ে দেখি নদীর মাঝখানে বিশাল হাতির দল! কিন্তু কেন এই সময় এই হাতির পাল? পরিবেশপ্রেমীরা বলছেন, প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে ভুটান সীমান্ত পেরিয়ে ধান ফসলের খোঁজে বাংলার জঙ্গল সংলগ্ন এলাকায় চলে আসে হাতির দল।
advertisement
advertisement
এবছরও সেই চিরচেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা।  বন বিভাগের এক আধিকারিক জানান, “হাতির দলের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। যাতে তারা শ্রমিক মহল্লা বা জনবসতিপূর্ণ এলাকায় না ঢোকে, সেদিকে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের অনুরোধ করা হয়েছে, কেউ যেন হাতিদের উত্তেজিত না করেন বা তাদের পথে না যান। বনকর্মীরা ইতিমধ্যেই হাতিদের নিরাপদে জঙ্গলের দিকে ফেরানোর প্রস্তুতি শুরু করেছেন। প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এই অনন্য দৃশ্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে প্রশাসনের বার্তা একটাই, নিরাপদ দূরত্ব বজায় রাখুন!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পাকা ধানে 'মই দিতে' ভুটান থেকে নেমে এল হাতির দল, কিন্তু তার আগে নদীতে মেতে উঠল খেলায়! দেখুন বিরল দৃশ্য
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement