TRENDING:

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে চাকরি থেকে উত্তরবঙ্গের উদ্ধারকারীদের পুরস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:

একদিনের বৃষ্টিতে কলকাতার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১০ জন। সেই মৃত ব্যক্তিদের পরিবারের হাতে আর্থিক সাহায্য আগেই তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, শেক্সপিয়র সরণির পুজো উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের একজনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিনের বৃষ্টিতে কলকাতার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন ১০ জন। সেই মৃত ব্যক্তিদের পরিবারের হাতে আর্থিক সাহায্য আগেই তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, শেক্সপিয়র সরণির পুজো উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের একজনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল। এছাড়াও, উত্তরবঙ্গে বিপর্যয়ে নিয়ে এইদিন তিনি বলেন, “জলপাইগুড়ির প্রশাসনিক আধিকারিকরা দারুণ কাজ করছেন। প্রত্যেক বিভাগ দারুণ কাজ করছে। সেখানে যারা দারুণ কাজ করেছে তাদের পুরষ্কার দেওয়া হবে। আপনারা অনেক কাজ করেছেন। আপনাদের তুলনা নেই। আপনারা অনেক মানুষকে বাঁচিয়েছেন।”
কী বললেন মমতা?
কী বললেন মমতা?
advertisement

আরও পড়ুন: ভবানীপুরে বহিরাগত কারা? মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে, দাবি মমতার

দার্জিলিং জেলার ক্ষতিগ্রস্ত তিন পরিবারকেও চাকরি দেওয়া হয়েছে।

পুরস্কার প্রসঙ্গে এইদিন মুখ্যসচিব বলেন, “এক লক্ষ পাঁচ হাজার ICDS ও ৭১ হাজার আশা কর্মীদের এই পুরস্কার দেওয়া হবে।”

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “ICDS ও আশার মেয়েরা প্রচুর কাজ করেন। আজ তাদের অ্যাকাউন্টে আমরা ১০ হাজার করে টাকা দিচ্ছি স্মার্ট ফোন কেনার জন্য।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ ফুট কালীও পিছনে, এবার ৫১ ফুটের মহাকালী! এখন থেকেই ভিড় জমছে মণ্ডপে
আরও দেখুন

এরপরেই উত্তরবঙ্গ এবং কলকাতা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা জানেন উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত হয়েছেন বহু মানুষ। অনেকে এখনও রিলিফ ক্যাম্পে আছেন। কলকাতাতেও তড়িদাহত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে আর্থিক সাহায্য ও হোমগার্ডের বিশেষ চাকরি চাকরি তুলে দেওয়া হল।”

বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে চাকরি থেকে উত্তরবঙ্গের উদ্ধারকারীদের পুরস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল