ঘটনার সূত্রপাত ১২ অক্টোবর রাতে। চকপাড়া এলাকায় হামলা হয়, সেখানেই পুরুষ মহিলাদের মারধরের অভিযোগ। লিলুয়া থানায় সেই অভিযোগ দায়ের করা হয় এলাকার বাসিন্দাদের তরফে। মামলা তুলে নিতে আসে হুমকি। গতকাল রাতে বাসিন্দাদের ভয় দেখাতেই পর পর চারটি বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সনদ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতেও বোমা মারা হয়। বোমাবাজির জেরে ভাঙে জানলার কাচ, রাস্তায় থাকা একটি গাড়িতেও বোমাবাজির অভিযোগ ওঠে।
advertisement
সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজনকে সনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও RAF, পৌঁছন হাওড়া সিটি পুলিশের DCP North বিশ্বচাঁদ ঠাকুর। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 1:09 PM IST
