TRENDING:

লাল ও খয়েরির মিশেলে সামুদ্রিক নকশার জাদু, সোশ্যাল মিডিয়ার ভাইরাল থিম এবার জীবন্ত! ব্যাংককের মন্দির ঘরের কাছে

Last Updated:

Durga Puja 2025 : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যাংককের অরুন মন্দির দেখতে আর প্রচুর খরচ করতে হবে না। পুজোয় সুযোগ পাবেন ঘরে কাছেই। বিস্তারতি জেনে রাখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন‍্যা দে : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দর্শনীয় স্থান ব্যাংককের অরুন মন্দির। তবে, ছবি বা ভিডিও দেখেই এতদিন চোখ ভরিয়েছেন আপনারা। কাছাকাছি গিয়ে দেখার সুযোগ হয়নি। এবারে দুর্গা পুজোর মন্ডপ সজ্জায় এই অরুন মন্দির তুলে ধরেছে দত্তপাড়া স্বামী বিবেকানন্দ ক্লাব।
advertisement

মন্ডপ সজ্জার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে খুলে দেওয়া হবে মন্ডপ। দত্তপাড়া স্বামীজী ক্লাব বরাবর দুর্গা পুজোয় নিত্যনতুন থিম উপহার দিয়ে থাকে জেলাবাসীকে। এই থিমের পুজো দেখতে শুধু আলিপুরদুয়ার জেলার বাসিন্দারা নন, আসেন প্রতিবেশী জেলা কোচবিহার, জলপাইগুড়ির দর্শনার্থীরা। লাল, খয়েরির মিশেলে সামুদ্রিক জিনিসের ব্যবহার অপরূপ করে তুলেছে মন্ডপ সজ্জাকে।

advertisement

আরও পড়ুন : নিছক খেলনা নয়, এক জীবন্ত শিল্প! ২২ খণ্ডে লুকিয়ে আছে ‘তালপাতার সেপাই’য়ের অদ্ভুত রহস্য, যোগ আছে ঠাকুরবাড়ির

পরিবেশ বান্ধব মন্ডপ বরাবর তৈরি করে থাকে এই ক্লাব। এবারের শিল্পীরা এসেছেন আসানসোল থেকে। ক্লাব কর্তাদের পক্ষ থেকে জানা যায়, গতবার গাছ, ঘাস দিয়ে মন্ডপ সাজিয়ে তোলা হয়েছিল। এবারে সামুদ্রিক জিনিস যেমন কড়ি, ঝিনুক, গুগলি সহ বিভিন্ন জিনিস দিয়ে মন্ডপ তৈরি করা হয়েছে।মন্ডপের ভেতর সবচেয়ে আকর্ষণীয় স্থান ঝারবাতির জায়গাটি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপটি। এর আগেও বিভিন্ন থিমের মাধ‍্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলা হয়েছিল। এবারে ব‍্যাংককের এই মন্দির নজর কাড়বে সকলের বলে দাবি ক্লাব কর্তাদের। ক্লাবের সভাপতি দীপ্ত চ্যাটার্জি জানায়েছেন, জেলাবাসীকে নজরকাড়া থিম উপহার দিতে আমরা এবারও নতুন বিষয় বেছে নিয়েছি। আশা রাখছি ভিড় উপচে পড়বে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লাল ও খয়েরির মিশেলে সামুদ্রিক নকশার জাদু, সোশ্যাল মিডিয়ার ভাইরাল থিম এবার জীবন্ত! ব্যাংককের মন্দির ঘরের কাছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল