'দেখি আপনার টিকিটটা...?' এগিয়ে এসে মেয়েটির টিকিট 'চেক' করলেন TTE, পরমুহূর্তেই যা ঘটল, ঘাম ছুটল যুবতীর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: কী হয় যদি সর্ষের মধ্যেই লুকিয়ে থাকে ভূত? এমনই ঘটনা এবার তুমুল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ট্রেনে টিকিট কেটে উঠে যে অভিজ্ঞতা হল এক তরুণীর যা শুনলে আঁতকে উঠবেন আপনিও। সমাজ মাধ্যমে সেই অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন তরুণী যা পোস্ট হতেই তোলপাড় পরে গিয়েছে! ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভারতীয় রেলের এই ঘটনা।
advertisement
1/10

ট্রেন নিঃসন্দেহে একটি অত্যন্ত সুরক্ষিত গণ পরিবহন। প্রতিটি ট্রেনেই যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেলের তরফে থাকে একাধিক ব্যবস্থা। তাই ছোট থেকে বড়, নারী হোক বা পুরুষ ট্রেনে চড়ে এমনকি রাত বিরেতেও পৌঁছে যেতে পারেন এক জায়গা থেকে অন্যত্র।
advertisement
2/10
মহিলাদের জন্য ট্রেনে থাকে মহিলা কামরাও। আবার বেশিরভাগ ট্রেনেই রয়েছে টয়লেট থেকে প্যান্ট্রি, যাতে অসুবিধেয় না পড়তে হয় যাত্রীদের। ট্রেনে বৈধ টিকিটের যাত্রীরাই যাতে ওঠেন ও যাতে কোনওরকম অপরাধমূলক কাজ বা ঘটনা না ঘটে সেদিকেও কড়া দৃষ্টি থাকে টিটি ও আরপিএফ জওয়ানদের।
advertisement
3/10
কিন্তু কী হয় যদি সর্ষের মধ্যেই লুকিয়ে থাকে ভূত? এমনই ঘটনা এবার তুমুল ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ট্রেনে টিকিট কেটে উঠে যে অভিজ্ঞতা হল এক তরুণীর যা শুনলে আঁতকে উঠবেন আপনিও। সমাজ মাধ্যমে সেই অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন তরুণী যা পোস্ট হতেই তোলপাড় পরে গিয়েছে! ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভারতীয় রেলের এই ঘটনা।
advertisement
4/10
একটি রেডিট পোস্ট ঘিরে পরে গিয়েছে তুমুল শোরগোল। আর এই পোস্ট দেখার পর অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন ট্রেন যাত্রার সময় আমরা নিরাপদ তো? আমাদের গোপনীয়তা সুরক্ষিত তো?
advertisement
5/10
ট্রেনে উঠে সিটে বসেছিলেন তরুণী। সেই সময় আর পাঁচদিনের মতো এগিয়ে এসে টিকিট পরীক্ষা করতে চান এক টিটি। তাতে অবশ্য মেয়েটির বিন্দুমাত্র সন্দেহ হয়নি। কিন্তু তারপরেই এমন কিছু ঘটল তাঁর সঙ্গে যা দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মেয়েটি! কী এমন ঘটেছিল চলন্ত ট্রেনের কামরায়?
advertisement
6/10
টিকিট চেক করার আড়ালে, টিকিট পরীক্ষক যা করে বসেন তাতে মেয়েটির রীতিমতো হাত-পা ঠান্ডা হয়ে যায় মুহূর্তের মধ্যে। মেয়েটির সঙ্গে রীতিমতো অশ্লীল আচরণ করে বসেন ওই টিটিই! ট্রেনে ভ্রমণকারী ওই তরুণী নিজেই তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ভাইরাল পোস্টে।
advertisement
7/10
কারণ ওই টিটি টিকিট 'চেক' করে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই টিকিট চেকার তাঁকে কার্যত অবাক করে দেন। মেয়েটি জানান কয়েক মুহূর্তের মধ্যেই তিনি ওই টিকিট পরীক্ষকের কাছ থেকে ইনস্টাগ্রামে একটি ফলো রিকোয়েস্ট পান। যা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তরুণী।
advertisement
8/10
রেডিটে ওই ব্যবহারকারী তরুণী লেখেন তাঁর সন্দেহ, 'টিসি' হয়তো রিজার্ভেশন চার্টে তাঁর নাম দেখেছেন এবং তারপরই সোশ্যাল মিডিয়ায় এটি খুঁজে পেয়েছেন। ঘটনাটিকে তাঁর পোস্টে ভয়াবহ বলে বর্ণনা করেছেন ওই তরুণী। তিনি লেখেন, "এটি একটি অত্যন্ত অদ্ভুত এবং অস্বস্তিকর অভিজ্ঞতা।"
advertisement
9/10
মেয়েটি লেখেন, "সত্যি বলতে, আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং একইসঙ্গে খুবই অস্বস্তি বোধ করছিলাম কারণ ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য দেওয়া তথ্য শুধুমাত্র ভ্রমণের জন্য ব্যবহার করাই উচিত, সোশ্যাল মিডিয়ায় কাউকে খোঁজার জন্য নিশ্চই নয়?"
advertisement
10/10
আতঙ্কিত মেয়েটির প্রশ্ন, 'আপনারা কেউ কি এই ধরণের আশ্চর্য অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কখনও? রেল কর্মীদের মধ্যে এই ধরনের আচরণ কি স্বাভাবিক? যদিও ভাইরাল এই রেডিট পোস্টে ট্রেনের নাম, ভ্রমণের তারিখ বা যাত্রীর পরিচয় উল্লেখ করা হয়নি।