নির্ধারিত সময়ের দশ দিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করল বর্ষা৷ অন্যদিকে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে৷ শুক্র, শনিবার এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ বঙ্গোপসাগরের উপরে অতি গভীর নিম্মচাপের জেরে দিঘা, মন্দারমণিতেও উত্তাল হয়ে উঠেছে সমুদ্র৷ পর্যটকদের সতর্ক করে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ৷ শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷