পেট্রোল-ডিজেল নয়, গাড়িতে ভরে দেওয়া হচ্ছে জল! এমনই অভিযোগে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারে৷ পেট্রোল পাম্পে জ্বালানি তেল কিনতে গিয়ে চক্ষু চড়কগাছ গাড়ি চালকদের। মোটা টাকা দিয়ে এ কী কিনছেন! তেল না কাদাজল! বাসিন্দারা বলছেন, তেল না জল কী কিনতে এসেছেন তা বুঝতেই পারছেন না। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল ভাতারে। ক্রেতাদের বিক্ষোভের মুখে পড়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের ছেড়ে দে মা কেঁদে বাঁচার জোগাড়! পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ। অভিযোগ, কয়েক দিন ধরেই বর্ধমান-কাটোয়া রাস্তার ভাতারের বেলেন্ডা মোড় সংলগ্ন এলাকার পেট্রোল পাম্প থেকে জল মিশ্রিত তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছিল। মঙ্গলবার সকালে ভাতারের বড় বেলুনের এক বাসিন্দা তাঁর গাড়ির চালককে তেল আনতে পাঠান।