সাংসদ হওয়ার পর প্রথমবার নিজের কেন্দ্র বসিরহাটে গেলেন নুসরত জাহান৷ বসিরহাটের সাংসদ নুসরত জাহান ইদের আগে দরিদ্র মানুষদের হাতে তুলে দিলেন জামাকাপড়৷ নিজের কেন্দ্রের সাংসদের হাত থেকে শাড়ি নিয়ে বেজায় খুশি স্থানীয়রাও৷ বস্ত্র বিতরণী অনুষ্ঠানের পর এদিন জনসভাও করেন বসিরহাটের তারকা সাংসদ৷ লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন নুসরত জাহান৷ এই সাফল্যের জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান অভিনেত্রী-সাংসদ৷ তিনি বলেন, আমি কৃতজ্ঞ প্রতিটি মানুষের কাছে৷ আমার একটা আশা ছিল। আপনারা সম্মান দিয়ে সেই জায়গা দিয়েছেন৷ বসিরহাটের মানুষের জন্য আমরা এখানে রয়েছি৷ আমি চাইব আগামী দিনে এভাবেই বসিরহাটের মানুষের কাজে আসতে৷ আপনাদের মন জয় করেছি৷ আরও মন জয় করব৷