নদিয়ার হরিণঘাটা ব্লকের মাহাতো পাড়ার ২৭ বছরের যুবক সনৎ সরকার৷ তাঁর স্বপ্ন বড় শিল্পী হয়ে উঠবে একদিন বড়ো মঞ্চে অনুষ্ঠান করবেন৷ছেলেবেলা থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই, কোন রকম উচ্চমাধ্যমিক পাশ করেছেন৷ টালির চালায় টিনের বেড়ার মধ্যে বসবাস৷ পরিবারের সদস্য বলতে বাবা,মা স্ত্রী ও এক সন্তান৷ তাদের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে পাড়ায় পাড়ায় ঘুগনি বিক্রি করে কোন রকম দিন কাটায় সনৎ৷তার ফাঁকে বাড়িতে নাচের অনুশীলন করেন, তার স্বপ্ন অনেক বড় শিল্পী হওয়া৷ স্বামি স্ত্রী দুজনেই বাড়িতে প্যাকটিস করছে ড্যান্স৷ এলাকায় ছোটবড় অনুষ্ঠানে ডাক পান কিন্তু তাঁর স্বপ্ন একদিন বড় শিল্পী হয়ে ওঠা
স্বামি স্ত্রী দু’জনেই প্যাকটিস করছেন নাচ! বিশেষ মঞ্চে নাচের স্বপ্ন ঘুগনি বিক্রেতার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷