ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ পরিস্থিতির মধ্যেই প্রথমবারের জন্য টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, সরকার বিক্ষোভকারীদের কথা শুনতে প্রস্তুত, তবে দাঙ্গাবাজরা ‘ গোটা সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে।’
রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে তিনি বলেন, “ইরানের জনগণের উচিৎ দাঙ্গাবাজদের রুখে দেওয়া। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া চলবে না। জনগণের বিশ্বাস রাখা উচিৎ, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়।” তিনি আরও বলেন, “এই দেশের কেউ যদি প্রতিবাদ করে, আমরা সেই প্রতিবাদ শুনি, আমরা শুনে থাকি এবং আমরা সসম্যার সমাধান করি।”
advertisement
প্রেসিডেন্টের অভিযোগ, ইরানকে অস্থিতিশীল করার চেষ্টায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইজরায়েল দাঙ্গাবাজদের নির্দেশ দিচ্ছে, বলছে, এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি।” তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনওভাবেই বিদেশিদের দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেবে না এবং কোনও নাগরিকেরই দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে পেজেশকিয়ানের বক্তব্য, ” ভেনেজুয়েলা, গাজা ও অন্যান্য স্থানে যা করছেন, তার জন্য ট্রাম্পের লজ্জিত হওয়া উচিত।”
প্রতিবাদরত ইরানিদের উদ্দেশে আবেদন জানিয়ে পেজেশকিয়ান বলেন, “পরিবারগুলোর কাছে আমার অনুরোধ— আপনারা আপনাদের ছোট সন্তানদের দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিতে দেবেন না যারা মানুষের শিরচ্ছেদ করে এবং অন্যদের হত্যা করে।”
