রথযাত্রার দিন হুগলির মাহেশে পালিত হল চন্দনযাত্রা উৎসব৷ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কপালে মাখানো হল চন্দন৷ একুশ দিন ধরে চলবে এই চন্দনযাত্রা উৎসব৷ চন্দনযাত্রার মধ্যে দিয়েই রথযাত্রার উৎসবের সূচনাও হয়ে গেল মাহেশে৷ চন্দনযাত্রা উৎসবে অংশ নিতে এ দিন কয়েক হাজার পুণ্যার্থী ভিড় করেছিলেন মাহেশে৷ গরমে যাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার গরম না লাগে, সেই কারণেই তাঁদের কপালে চন্দন মাখানো হয়৷ চন্দনযাত্রা উপলক্ষে বুধবার দিনভর মন্দিরের গর্ভগৃহ খোলা ছিল৷
Chandan Yatra at Mahesh: রথযাত্রার সূচনা, শ্রীরামপুরের মাহেশে পালিত হল চন্দনযাত্রা উৎসব! দেখুন ভিডিও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷