জীবনের কঠিন সংগ্রাম থেকে সাফল্যের মঞ্চে বাংলার এই মডেল। ভিন রাজ্যে সুনাম অর্জন করলেও ব্রাত্য থেকেছেন নিজের শহরেই। এবার বলিউড অভিনেতাদের সঙ্গে বাংলার মঞ্চেই দেখা যাবে তাঁর র্যাম্প ওয়াক! ছোটবেলা থেকেই দমদমের যৌথ ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠা। অক্সিলিয়াম কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা। ছোটবেলাতেই বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তবে কয়েক বছরের মধ্যেই সম্পর্কে অবনতি। আজ গর্বের সঙ্গেই নিজেকে 'সিঙ্গেল মাদার' হিসাবে পরিচয় দেন বছর ৪২ এর গার্গী ভঞ্জ।