
Nihilist Penguin | মানডে ব্লুজ। সোমবার হলেই আপনাকে হতাশা চেপে ধরে? মনে হয় কেন যাব অফিস? কেন করব এসব? কী মানে আমার অস্তিত্বের? তাহলে আপনার সব প্রশ্নের উত্তর আছে আমাদের কাছে। একটি পেঙ্গুইন। হ্যাঁ ঠিকই শুনেছেন। একটি পেঙ্গুইন। আপনি যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন তবে, এখানে আপনার জন্য রইল হেডলাইন। সোশ্যাল মিডিয়ায় গত বেশ কয়েক দিন ধরে ভাইরাল এই পেঙ্গুইন। গোটা ইন্টারনেটে ছেয়ে গেছে একটি পেঙ্গুইন, এর নাম হয়েছে নিহিলিস্ট পেঙ্গুইন। পেঙ্গুইনরা সাধারণত সমুদ্রের কাছাকাছি থাকে, তারা অন্যান্য পেঙ্গুইনদের কাছাকাছিও থাকে। ফলে এই পেঙ্গুইনটির একেবারে বিপরীত দিকে একা হেঁটে যাওয়ার ঘটনা একেবারেই নজিরবিহীন একটি ঘটনা ছিল। নির্মাতা ওয়ার্নার এই হাঁটাকে ডেথমার্চ বলেন। সেই পেঙ্গুইনটি আদৌ তার গন্তব্যে পৌঁছোতে পেরেছে কিনা তা কেউ জানে না। হতে পারে সেই পেঙ্গুইনটি জিবীতও ছিল না। আর প্রায় ২ দশক পর সেই পেঙ্গুইনটিই এখন ইন্টারনেট সেনসেশন। এখন প্রশ্ন এই একা হেঁটে যাওয়ায় বিশেষত্ব কী আছে? কেন এটা এত ভাইরাল বিশ্বজুড়ে।