উত্তরবঙ্গে বৃষ্টি। ভুটান পাহাড়েও বৃষ্টি। ভুটানের জল ঢুকছে এ রাজ্যে। ফুঁসছে একাধিক নদী। ভেসে গিয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। হু হু করে নদীর জল ঢুকছে গ্রামে। বাড়িতে। দুর্যোগে দুর্ভোগ চরমে। এই প্রথম নয়। এর আগেও ভুটানের বৃষ্টিতে ভুগতে হয়েছে পশ্চিমবঙ্গকে। ভেসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো-ভুটান রিভার কমিশন চায় রাজ্য। গত বছর, নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কেন্দ্রকে বেশ কয়েকবার রাজ্য চিঠি পাঠিয়েছে বলে দাবি। ২৯ জুলাই, ২০২৪। ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাস হয় এ রাজ্যের বিধানসভায়। ১১ অগাস্ট, ২০২৫। রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানায়, ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনও প্রস্তাব ভাবনাচিন্তায় নেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷