আজ, শনিবার দিল্লি বিধানসভার নির্বাচন। ৭০ আসনের বিধানসভার ভাগ্য নির্ধারণ করবেন ১ কোটি ৪৬ লক্ষ ভোটার। রাজধানীর শাসক দল আপের কাছে ক্ষমতা ধরের রাখার লড়াই। ২০১৫ বিধানসভা ভোটে ৭০ মধ্যে ৬৭ আসন পায় আপ। এবারও আপের ঝুলিতে ৫০টির বেশি আসন যাবে বলে একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।