আশঙ্কা ছিলই। তাতেই সিলমোহর পড়ল। ঘূর্ণিঝড়েই পরিণত হচ্ছে ফেনজাল। বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে ত্রিনকোমালি থেকে দক্ষিণপূর্ব থেকে ৩০০ কিমি দূরে রয়েছে। সেই সঙ্গে চেন্নাই থেকেও ৮০০ কিমি দূরে রয়েছে। রাজ্যে জমিয়ে শীতের আমেজ, তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷