কতবার জিতেছে বা জেতার সম্ভাবনা রয়েছে, এটাই ভোটে কোনও প্রার্থীকে টিকিট দেওয়ার কারণ হতে পারে না৷ তাই সব রাজনৈতিক দলকে এ বার কাউকে ভোটে লড়ার টিকিট দিতে হলে, সংশ্লিষ্ট নেতাকে প্রার্থী করার ব্যাখ্যা দিতে হবে৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে প্রার্থী কেন করা হল না, তার ব্যাখ্যাও দিতে হবে রাজনৈতিক দলগুলিকে৷ সুপ্রিম কোর্টের বিচারপতি রোহিনটন এফ নরিমানের বেঞ্চ রাজনীতিতে অপরাধী প্রার্থী বা নেতার বৃদ্ধি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, জনগণের স্বার্থে শীর্ষ আদালতের ক্ষমতা ব্যবহার করে রাজনীতিতে দুর্বৃত্তায়ন রোখার সময় এসে গিয়েছে৷ শীর্ষ আদালতের নির্দেশ, প্রার্থীদের ফৌজদারি অপরাধের তালিকা ওয়েবসাইটে দিয়ে দিতে হবে৷ কেন ওই নেতাকে ভোটে লড়ার টিকিট দেওয়া হল, তাও জনতাকে জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে৷
Last Updated: Feb 13, 2020, 17:30 IST
electoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST