করতারপুর করিডরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৮ নভেম্বর হবে উদ্বোধন৷ পাকিস্তানের করতারপুর দরবার সাহিবের সঙ্গে যোগাযোগ ভারতের গুরদাসপুর ডেরা বাবা নানক সৌধের৷ করিডরের মাধ্যমে সরাসরি যোগাযোগ হবে৷ শিখ তীর্থযাত্রীরা ভিসা ছাড়াই যেতে পারবেন দরবার সাহিবে৷ শিখ তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা করা হবে বিশেষ পারমিটের৷