শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই কার্যত ঝড় উঠল সংসদে৷ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিজেপি-কে সরকারকে কোণঠাসা করতে একযোগে বিরোধিতায় সরব হলেন বিরোধীরা৷ কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স ও ডিএমকে অধিবেশন শুরু হতেই ওয়েলে নেমে হইচই শুরু করে৷ তাঁদের অভিযোগ, ৩৭০ ধারা বিলোপের পর ১০০ দিন কেটে গিয়েছে, এখনও কাশ্মীর অবরুদ্ধ৷ অধিবেশন চলাকালীনই ওয়াক-আউট করে শিবসেনা৷