
১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ধর-এ একটি মেগা টেক্সটাইল পার্ক উদ্বোধনের মাধ্যমে তাঁর ৭৫তম জন্মদিন উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাতের মেহসানায় নরেন্দ্র মোদির জন্ম৷ মোদি হলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা অ-কংগ্রেস প্রধানমন্ত্রী এবং প্রথম অ-কংগ্রেস নেতা যিনি কমপক্ষে প্রধানমন্ত্রীর দুটি পূর্ণ মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দীর্ঘতম নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় থাকা সত্ত্বেও, তাঁর জনপ্রিয়তা এখনও তুঙ্গে। জুলাই মাসে, তিনি বিশ্ব নেতাদের 'ডেমোক্র্যাটিক লিডার অ্যাপ্রুভাল রেটিং'-এর তালিকায় ৭৫ শতাংশ স্থান অধিকার করে শীর্ষে ছিলেন। গত ১১ বছর ধরে, তিনি জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে সাহসিকতার সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছেন।
Last Updated: September 15, 2025, 13:54 ISTদুর্ঘটনাটি ঘটেছে কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে, যখন মন্দিরে দর্শনার্থীদের বিশাল ভিড় জড়ো ছিল। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মন্দির কমপ্লেক্সের প্রবেশপথের কাছে হঠাৎ করেই ভিড় বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয় এবং অনেক ভক্ত পদপিষ্ট হন।
Last Updated: November 02, 2025, 16:53 ISTদিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে দিঘায় পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু পর্যটকদের দিঘা ভ্রমণের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল খারাপ রাস্তাঘাট। বারবার পর্যটকরা খারাপ রাস্তাঘাট নিয়ে অভিযোগ করেছিলেন। সমস্যায় পড়েছিলেন হোটেল মালিকরাও।
Last Updated: October 29, 2025, 18:19 ISTআবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে ছিল সৈকতনগর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার এগরা কাঁথি পটাশপুর সহ বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে শুরু হল বৃষ্টিপাত। সৈকত নগরী দিঘায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।
Last Updated: October 28, 2025, 18:58 ISTছট পুজোয় যমুনায় ‘রিল’ বানাতে গিয়ে পা হড়কে সটান জলে বিজেপি বিধায়ক রবিন্দর সিং নেগি।
Last Updated: October 28, 2025, 18:05 ISTচা প্রেমীদের মন জয় করতে এবারে অভিনব কৌশল চা বিক্রেতার। বিখ্যাত গায়কদের আসল গানের সঙ্গে তাল মিলিয়ে গান করে চা প্রেমীদের নজর কাড়ছেন মালদহের চাঁচলের চা বিক্রেতা পুষ্পল দাস। ইতিমধ্যে তাঁর একটি ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। আর সেই ভিডিও দেখার পর থেকেই চা প্রেমীদের ভিড় জমছে দোকানে।
Last Updated: October 27, 2025, 20:12 IST