TRENDING:

Hetampur Rajbari: বীরভূমে লুকিয়ে আছে আরও এক ‘হাজার দুয়ারী’! নজরুলের আত্মগোপনের ঠিকানা, কীভাবে যাবেন হেতমপুর রাজবাড়ী?

Last Updated:
মুর্শিদাবাদের মতো পশ্চিমবঙ্গেই রয়েছে দ্বিতীয় এক ‘হাজার দুয়ারী’। বীরভূমের হেতমপুর রাজবাড়ী বা রঞ্জন প্যালেস রাজকীয় ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী।
advertisement
1/5
বীরভূমে লুকিয়ে আছে আরও এক ‘হাজার দুয়ারী’! হেতমপুর রাজবাড়ীর রাজকীয় জাঁকজমক দেখুন
মুর্শিদাবাদের হাজার দুয়ারীর নাম আমরা সবাই জানি। সেই ঐতিহাসিক প্রাসাদ, যার প্রতিটি ইট যেন মুঘল ও নবাব আমলের গল্প বলে। কিন্তু আপনি কি জানেন, পশ্চিমবঙ্গেই রয়েছে আরেকটি হাজার দুয়ারী? অবাক লাগলেও সত্যি! বীরভূম জেলার হেতমপুরে রয়েছে রাজকীয় ঐতিহ্যে ভরা দ্বিতীয় এক ‘হাজার দুয়ারী’।
advertisement
2/5
হেতমপুরের রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র রাজা রামরঞ্জন চক্রবর্তী ১৯০৫ সালে নির্মাণ করেন এই বিশালাকৃতির রাজবাড়ীটি, যা পরিচিত "রঞ্জন প্যালেস" নামেও। ১৮৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় রাজা রামরঞ্জন ব্রিটিশ সরকারকে নানা ভাবে সাহায্য করেছিলেন। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
3/5
সেই অবদানের স্বীকৃতিস্বরূপ ১৮৮৫ সালে তাঁকে ‘রাজা’ উপাধি দেওয়া হয়, পরে লর্ড লিটন তাঁকে ‘রাজা বাহাদুর’ এবং ১৯১২ সালে ‘মহারাজা’ উপাধিতে ভূষিত করেন। তাঁর রাজসিক জীবনধারা এবং সমাজসেবার খ্যাতি ছড়িয়ে পড়েছিল সমগ্র বাংলাজুড়ে।
advertisement
4/5
মুর্শিদাবাদের হাজার দুয়ারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে রামরঞ্জন নাকি হেতমপুরের প্রাসাদে একটি দরজা কম রাখেন। যাতে মুর্শিদাবাদের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে। এই প্রাসাদের অগণিত দরজা, জানালা ও বারান্দা যেন অতীতের রাজকীয় জাঁকজমকের নীরব সাক্ষী। শোনা যায়, কবি কাজী নজরুল ইসলামও কিছুদিন আত্মগোপন করেছিলেন এখানে।
advertisement
5/5
কীভাবে পৌঁছাবেন? হাওড়া থেকে ট্রেনে দুবরাজপুর স্টেশন। সেখান থেকে অটো বা টোটো করে সহজেই পৌঁছে যেতে পারেন হেতমপুর রাজবাড়ীতে। রাজকীয় ঐতিহ্য, সিনেমার স্মৃতি, আর কবি নজরুলের ছোঁয়া, সব মিলিয়ে হেতমপুর রাজবাড়ী আজও বীরভূমের গর্ব ও ইতিহাসের অনন্য সাক্ষী। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hetampur Rajbari: বীরভূমে লুকিয়ে আছে আরও এক ‘হাজার দুয়ারী’! নজরুলের আত্মগোপনের ঠিকানা, কীভাবে যাবেন হেতমপুর রাজবাড়ী?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল