Lakshmir Bhandar Maharashtra:মুম্বই: বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্রেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প৷ ভোটের আগে শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করল একনাথ শিন্ডে সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷ পাওয়ার জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্প চালু হবে৷ প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা৷ এই প্রকল্প চালানোর জন্য বছরে ৪৬ হাজার কোটি টাকা খরচ হবে মহারাষ্ট্র সরকারের৷
Last Updated: Jun 30, 2024, 08:18 IST
গুজরাতে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের সূচনা মোদির
Last Updated: Jan 12, 2026, 20:27 ISTগত কয়েকদিনে পুরুলিয়ার ঝালদার বেগুনকোদর এবং বান্দোয়ানে দেখা পাওয়া গেল বরফের। কিন্তু, এটাকে বরফ বা তুষারপাত নয় ‘ভূমি তুহিন’বা ground frost বলা হয়। মূলত, গত কয়েক দিন ভোরে দিকে বেগুনকোদরে খড়ের উপর দেখা মিলেছে তুষার কণার। একে বলা হয় ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন। এর কারন প্রসঙ্গে পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ব বিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা বলেন, “সংশ্লিষ্ট এলাকার বায়ুমণ্ডলে কিছুগুলি বিষয় এক হয়ে গেলে ‘গ্রাউণ্ড ফ্রস্ট বা ভূমি তুহিন’ দেখা যেতে পারে।
Last Updated: Jan 12, 2026, 20:24 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 IST