পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। আর সেই ঘটনার পরে এবার সতর্ক ভারতীয় রেল। এবার থেকে রেলের পরিসরে তোলা যাবে না ছবি, করা যাবে না ভিডিও। প্রতিটি জোনকেই নির্দেশ দিয়ে জানিয়ে দিল রেল মন্ত্রক। নজরদারির জন্য RPF-কে সতর্ক থাকার নির্দেশ।ধরা পড়লে RPF আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এমনকি, প্রয়োজনে তুলে দেওয়া হতে পারে GRP-র হাতে। নজর এড়িয়ে কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারে, এই আশঙ্কা থাকায় সামাজিক মাধ্যমেও চলবে নজরদারি। আপলোড করার পর চিহ্নিত করা গেলেও নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। শুধুমাত্র সংবাদমাধ্যম প্রয়োজনীয় অনুমতি নিয়ে ছবি বা ভিডিও করতে পারবে রেলের অংশে