মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেবেন্দ্র ফড়নবীশ বললেন, 'আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ পরিস্থিতির চাপে ইস্তফা দিচ্ছি৷ বিধায়ক কেনাবেচায় নেই৷ বিরোধী দলের আসনে বসে কাজ করব৷ জনতার জন্য কাজ করুক নয়া সরকার৷' শিবসেনার দাবি ভিত্তিহীন বলেও দাবি ফড়নবীশের৷