গণেশ পুজোর মধ্যমণি ইয়া বড় লাড্ডু! জলপাইগুড়ির পান্ডাপাড়ার যুবশক্তি ক্লাবের গনেশ পুজো৷ সেখানে তৈরি হয়েছে বিশাল ১০৩ কেজির লাড্ডু৷ কারিগরদের তিনদিনের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই মিষ্টি ইতিমধ্যেই শহরে কৌতূহল জাগিয়েছে৷ গণেশ পূজো মানেই লাড্ডু। দেবতার অন্যতম প্রিয় ভোগ। এই সুবিশাল লাড্ডুটি তাই শুধু আকারেই নয়, ভক্তির প্রতীকও বটে। প্রায় ৫০ হাজার টাকারও বেশি খরচ হয়েছে এই ১০৩ কেজি ওজনের লাড্ডু বানাতে৷