
প্রায় ৯০ ঘণ্টা সময় পেরিয়ে গেলেও এখনও অধরা বাঁদর। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ, রাজ্যের বন দফতরকে এ বিষয়ে জানালেও, তারা এখনও পর্যন্ত ওই ছোট বাঁদরটিকে উদ্ধার করতে পারেনি ৷ বিশেষ প্রজাতির ওই বাঁদরের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে ৷ তবে এখনও পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কেউই ৷ প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয় হল তার মধ্যে একটিকে ধরার আগেই কোথায় যে পালিয়ে গেল তাকে আর দেখাই গেল না ! বিমানবন্দর চত্বরেই শুরু হয় জোর তল্লাশি। জানা গিয়েছে, এক যাত্রী থাইল্যান্ড থেকে কলকাতা আসছিলেন। বিমানবন্দরের কাস্টমস অফিসাররা রুটিন তল্লাশির সময় তাঁর ব্যাগ খুলতেই ভিতরে দুটি ছোট আকারের বাঁদর দেখতে পান। এর মধ্যে একটি বাঁদরকে উদ্ধার করা গেলেও, আরেকটি কর্মীদের হাত থেকে পালিয়ে যায়। এরপর শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু আশ্চর্যের বিষয় হল ৮০০-র বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও ‘পলাতক বাঁদর’-এর কোনও খোঁজ পাওয়া যায়নি।
Last Updated: Nov 07, 2025, 18:52 ISTKarachi Dhaka Flight: আরও কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান! ১০ বছর পর বিরাট খবর
Last Updated: Jan 13, 2026, 20:13 ISTগুজরাতে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের সূচনা মোদির
Last Updated: Jan 12, 2026, 20:27 ISTগত কয়েকদিনে পুরুলিয়ার ঝালদার বেগুনকোদর এবং বান্দোয়ানে দেখা পাওয়া গেল বরফের। কিন্তু, এটাকে বরফ বা তুষারপাত নয় ‘ভূমি তুহিন’বা ground frost বলা হয়। মূলত, গত কয়েক দিন ভোরে দিকে বেগুনকোদরে খড়ের উপর দেখা মিলেছে তুষার কণার। একে বলা হয় ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট বা ভূমি তুহিন। এর কারন প্রসঙ্গে পুরুলিয়ার সিধু কানহো বিরসা বিশ্ব বিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা বলেন, “সংশ্লিষ্ট এলাকার বায়ুমণ্ডলে কিছুগুলি বিষয় এক হয়ে গেলে ‘গ্রাউণ্ড ফ্রস্ট বা ভূমি তুহিন’ দেখা যেতে পারে।
Last Updated: Jan 12, 2026, 20:24 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 IST