TRENDING:

Makar Sankranti Vastu Eating Tips: রাত পোহালেই পৌষ সংক্রান্তি! ভুলেও খাবেন না শিম, বরবটি ও ২ শাক! অভাব ও অশান্তিতে তছনছ সংসার! নয়ছয় পরিবার!

Last Updated:
Makar Sankranti Vastu Eating Tips: এই তিথিতে আচার আচরণ এবং নির্দিষ্ট আহারবিধি আছে৷ মূলত ঋতু পরিবর্তনকে কেন্দ্র করে আয়ুর্বেদ ও কবিরাজি রীতিনীতি তৈরি হয়৷ তার সঙ্গে যুক্ত হয় জ্যোতিষ অনুষঙ্গ৷
advertisement
1/8
রাত পোহালেই পৌষ সংক্রান্তি! খাবেনই না শিম, বরবটি ও ২ শাক! অভাব-অশান্তিতে তছনছ হবে সংসার
বুধবার দেশ জুড়ে পালিত হবে পৌষ সংক্রান্তি৷ অর্থাৎ পৌষ মাসের শেষ দিন৷ এর পর শুরু হবে মাঘ মাস৷ সূর্য এই দিনে মকর রাশিতে প্রবেশ করবে, তাই একে মকর সংক্রান্তিও বলা হয়৷ জ্যোতিষশাস্ত্র, সাংস্কৃতিক ও রীতিনীতির দিক থেকে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ৷
advertisement
2/8
এই তিথিতে আচার আচরণ এবং নির্দিষ্ট আহারবিধি আছে৷ মূলত ঋতু পরিবর্তনকে কেন্দ্র করে আয়ুর্বেদ ও কবিরাজি রীতিনীতি তৈরি হয়৷ তার সঙ্গে যুক্ত হয় জ্যোতিষ অনুষঙ্গ৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/8
মকর সংক্রান্তিতে অনেক পরিবারে লক্ষ্মী পুজোর প্রচলন আছে৷ কিছু পরিবারে সত্যনারায়ণ পুজোও হয়৷ পুজোর পাশাপাশি আছে পিঠেপুলি তৈরি ও খাওয়ার পার্বণও৷ এই বিশেষ দিনে কিছু কিছু খাবার গ্রহণ পরিবারের পক্ষে অমঙ্গলজনক ও অকল্যাণকর বলে মনে করা হয়৷ কারণ তাতে রোগব্যাধিতে খরচের জেরে সংসারে আসতে পারে অভাবের প্রকোপ।
advertisement
4/8
মকর সংক্রান্তিতে আমিষ আহার বর্জনীয়৷ মনে করা হয় এই দিনে আমিষ খাবার গ্রহণ করলে সংসারে লক্ষ্মীর আশীর্বাদ থাকে না৷ সংসারে নেমে আসে অভাবের ছায়া৷ এই দিনে পোড়া খাবার খাওয়াও অশুভ বলেই বিশ্বাস৷
advertisement
5/8
মুসুরডালকেও সাত্ত্বিক আহার বলে মনে করা হয় না৷ তাই এই তিথিতে মুসুরডাল বর্জনীয়৷ লাল শাক ও পুঁই শাকও এড়িয়ে চলুন এই দিনে৷ কারণ এই দুই শাককে তামসিক আহার বলা হয়৷
advertisement
6/8
পঞ্চ রবিশস্য বা এর থেকে তৈরি কোনও খাবার খাবেন না পৌষ সংক্রান্তিতে৷ তাই ভাত-রুটির মতো দৈনন্দিন আহার তুলবেন না পাতে৷
advertisement
7/8
মকর সংক্রান্তিতে কালো তিল দান করা খুবই শুভ৷ স্নানের জলেও তিল মিশিয়ে স্নান করলে অর্জিত হয় পুণ্য৷ এই দিনে পুজোর উপকরণে এবং দীনদরিদ্রকে তিল দান করা হয়৷ তাই কোনও ভাবেই তিল আহার্য হবে না৷
advertisement
8/8
যে কোনও দানাযুক্ত সবজি যেমন শিম, বরবটি, পটল এই তিথিতে খাবেন না৷ দই এবং জিরের মতো দৈনন্দিন চেনা খাবারও গ্রহণ না করাই ভাল এই দিনে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Makar Sankranti Vastu Eating Tips: রাত পোহালেই পৌষ সংক্রান্তি! ভুলেও খাবেন না শিম, বরবটি ও ২ শাক! অভাব ও অশান্তিতে তছনছ সংসার! নয়ছয় পরিবার!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল