কলকাতাঃ বিশ্বজুড়ে বিপর্যস্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X, আগে ট্যুইটার)। হঠাৎই বড়সড় টেকনিক্যাল সমস্যার জেরে পরিষেবা বন্ধ হয়ে যায়, যার ফলে হাজার হাজার ব্যবহারকারী সমস্যায় পড়েন। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, আমেরিকা, ব্রিটেন, ভারত-সহ একাধিক দেশে একসঙ্গে এই সমস্যা দেখা দেয়।
আরও পড়ুনঃ নিপা ভাইরাসের আশঙ্কায় সতর্কতা, পূর্ব বর্ধমানে চিকিৎসক-নার্স-পরিবার মিলিয়ে ৪৮ জন হোম কোয়ারান্টাইনে
advertisement
ব্যবহারকারীদের অভিযোগ, এক্স অ্যাপ ও ওয়েব—দু’টিতেই টাইমলাইন লোড হচ্ছিল না। অনেকেই পোস্ট করতে বা অন্যের পোস্ট দেখতে পারছিলেন না। কেউ কেউ আবার লগইন করতেই সমস্যার মুখে পড়েন। এই আউটেজের জেরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়।
এই বিভ্রাটের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত এক্স কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কতক্ষণ এই সমস্যা চলবে, বা আদৌ কী কারণে পরিষেবা ব্যাহত হয়েছে, তা নিয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলিতেও একাধিকবার প্রযুক্তিগত সমস্যায় পড়েছে এলন মাস্কের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম।
