East Bardhaman News: অবশেষে সংরক্ষণের ছোঁয়া! হেরিটেজ তকমায় সেজে উঠবে রাসবিহারী ঘোষের পৈতৃক ভিটে, প্রথম সমীক্ষা সম্পন্ন
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Bardhaman News: দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে শুরু হল বিপ্লবী রাসবিহারী ঘোষের বাসভবন সংস্কার ও সংরক্ষণের কাজ। পুরনো ঐতিহ্য ও কারুকার্যকে বজায় রেখেই করা হবে সংস্কার।
advertisement
1/8

অবশেষে শুরু হল বিপ্লবী রাসবিহারী ঘোষের বাসভবন সংস্কার ও সংরক্ষণের কাজ। পুরনো ঐতিহ্য ও কারুকার্যকে বজায় রেখেই করা হবে সংস্কার। মঙ্গলবার ভবনটির প্রথম সমীক্ষা সম্পন্ন হল। এই সমীক্ষার মাধ্যমে সংস্কারের বিস্তারিত পরিকল্পনা করা হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/8
দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল বিপ্লবী রাসবিহারী ঘোষের খণ্ডঘোষের তোড়কোনা গ্রামের বাড়িটি। দীর্ঘ টানাপোড়নের পর ১৮ সেপ্টেম্বর ২০২৫ সালে বিপ্লবের বসতবাড়ি-সহ সাড়ে ১১ কাটা সম্পত্তি রাজ্যপালের নামে তুলে দেওয়া হয়।
advertisement
3/8
আনুষ্ঠানিকভাবে রাসবিহারী ঘোষ ট্রাস্ট কমিটির পক্ষ থেকে সেবাইত পঞ্চানন দত্ত এই জায়গার দলিল তুলে দেন রাজ্যপালের পক্ষে থেকে জেলাশাসক আয়েশা রানী এ.-র হাতে। তিনি জানিয়েছিলেন, ১৯৮৩ সাল থেকে তারা চেষ্টা করে আসছিলেন সরকারের হাতে এই জমি তুলে দিয়ে তার সংরক্ষণ করার জন্য। অবশেষে অনেকটা দেরি হলেও কিছুটা তারা এদিন করতে পারলেন। কিন্তু রাসবিহারী ঘোষের প্রায় ২০০০ বিঘে সম্পত্তি ছিল সেই সম্পত্তির অনেকটাই বেদখল হয়ে গিয়েছে।
advertisement
4/8
তিনি আরও বলেন, অনেক লড়াই সংগ্রাম করে তারা এইটুকু অংশ আগলে রাখতে পেরেছিলেন। যা তারা তুলে দিলেন সরকারের হাতে। রাসবিহারী ঘোষের নিজের প্রতিষ্ঠা করা নীল পদ্মেশ্বর এবং নকুলেশ্বর মহাদেব ঠাকুর এখনও ট্রাস্টের হাতেই রইল যা তারা দেখভাল করবেন।
advertisement
5/8
ভবনটি সংস্কারের বিষয়ে আগেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকারের হেরিটেজ কমিশনের প্যানেল ভুক্ত আর্কিটেকচাররা এই বাড়িটি দেখে গিয়েছিলেন। তাদের পরামর্শে কীভাবে এই বাড়ি সংস্কার করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
6/8
একইসঙ্গে রাসবিহারী ঘোষের ইতিহাস নিয়ে করা হবে মিউজিয়াম বা সংরক্ষণ শালা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাসবিহারী ঘোষের ইতিহাস তুলে ধরা যায়। পাশাপাশি সাজিয়ে তোলা হবে গোটা এলাকা। এমনকি বেদখল বা জবর দখল হওয়া সম্পত্তির প্রয়োজনীয় নথির খোঁজখবর নেওয়া হবে। সুনির্দিষ্ট ভাবে কিছু পাওয়া গেলে তার ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
7/8
জেলা প্রশাসন ও রাজবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ও সহযোগিতায় সম্পত্তি সংরক্ষণের জন্য ইতিমধ্যেই জমি হস্তান্তর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসন এই কাজের জন্য সবিস্তারে প্রকল্পের প্রতিবেদন তৈরির দায়িত্ব দিয়েছেন পিডব্লিউডি, বর্ধমান ডিভিশনকে। যাতে পুরনো ঐতিহ্যকে বজায় রেখেই বাড়িটি সংস্কার করা যায়।
advertisement
8/8
মঙ্গলবার খণ্ডঘোষের তোড়কোনায় বিপ্লবী রাসবিহারী ঘোষের বাসভবনটি সংস্কার ও সংরক্ষণে জন্য প্রথম সমীক্ষার কাজ সম্পন্ন হল। পূর্বে বাড়িটি চুন-সুরকি ও কড়ি-বর্গা দিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি ছিল এবং দোতলা বাড়িটিতে বিভিন্ন ধরনের খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। পাশাপাশি ছাদের আলসে বা প্যারাপেটগুলিতে রয়েছে টেরাকোটার কলস শৈলীর কারুকার্য। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: অবশেষে সংরক্ষণের ছোঁয়া! হেরিটেজ তকমায় সেজে উঠবে রাসবিহারী ঘোষের পৈতৃক ভিটে, প্রথম সমীক্ষা সম্পন্ন