আরও পড়ুন: এখন দেখছেন স্থল? আগে এই ৫ স্থানই ছিল অথৈ সমুদ্রের তলায়! জানেন কোনগুলো?
ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
advertisement
এদিকে, মঙ্গলবারই জম্মুর কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি প্রত্যন্ত গ্রামে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময় একাধিক গুলির শব্দ শোনা যায়।
অধিকারিকদের মতে, বিলাওয়ারের নাজোটে জঙ্গলে মাঝেমধ্যে গুলির লড়াই চলে। এই এলাকা কাহোগ জঙ্গল বেল্টের কামাধ নাল্লা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, যেখানে গত ৭ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছিল। বাহিনীর গতিবিধি লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।
জঙ্গিদের খোঁজে কর্ডন ও সার্চ অপারেশন আরও জোরদার করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারিও জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল এবং আন্তর্জাতিক সীমান্ত (IB) বরাবর একাধিক জায়গায় সীমান্তের ওপার থেকে আসা সন্দেহজনক ড্রোনের মতো বস্তু দেখা গিয়েছিল। সেই ঘটনার পরেও নিরাপত্তা বাহিনী কাউন্টার-ড্রোন ব্যবস্থা সক্রিয় করে সতর্কতা জারি করেছিল।
