
আনন্দপুরে গোডাউনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ৩ শ্রমিক। জ্বলন্ত গোডাউন থেকেই বাড়িতে ফোন করে বাঁচার আর্তি শ্রমিকের। ভিতরে আরও ৩ শ্রমিকের আটকে থাকার আশঙ্কা। আনন্দপুরে খাবারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর সোমবার ভোররাত ৩টে থেকে আগুন জ্বলছে। ভিতরে কয়েক জন আটকে পড়েছেন বলে আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন।আনন্দপুরের নাজিয়াবাদে রাত ৩টে নাগাদ আগুন লাগে একটি গোডাউনে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও বেশ কিছু গোডাউনে৷ দমকলের পক্ষ জানান হচ্ছে মোট ৬ জনের আটকে পড়ার কথা। নিঁখোজ ৬ জনকে উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। বারুইপুরের বাসিন্দা বাসুদেব হালদার, গড়িয়ার বাসিন্দা-পঙ্কজ হালদার-সহ আরও চারজন আটকে থাকতে পারেন বলে অনুমান। দমকল কর্মীরা খোঁজ চালাচ্ছেন৷