R G Kar Protest : বৈঠকে যেতে তিন শর্তের E-Mail। তিন শর্ত দিয়ে ইমেল Junior Doctor দের। পুরো বৈঠকের Video Recording এর প্রথম শর্ত। বৈঠক শেষেই রেকর্ডিং Handover এর দ্বিতীয় শর্ত। কোনওটাই না হলে মিনিটস দেওয়ার তৃতীয় শর্ত। তিন শর্ত দিয়ে ইমেল জুনিয়র ডাক্তারদের।মিটিংয়য়ের কার্যবিবরণী বা মিনিটসে দুপক্ষের সই থাকবে বলে জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারেরা তাঁরা কার্য বিবরণী লেখার লোক নিয়ে যাচ্ছেন। সকলে সই করার পর সেটা তাঁদের হাতে তুলে দিতে হবে।সোমবার সকালেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের ডাক পেয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তরােরা। সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যাচ্ছেন তাঁরা। তবে এবারেও রয়েছে শর্ত।
RG Kar Protest: জুনিয়র ডাক্তারদের কোন ৩ শর্ত মেনে নিল রাজ্য?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷