টানা ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল মার্কিন বোমারু বিমান বি-টু স্পিরিট। আমেরিকার এই হামলার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ফোরদো, নাতানজ এবং ইসফাহানের পরমাণু কেন্দ্রে। পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে আমেরিকা। বি-টু বম্বার স্টেলথ বিমান, অর্থাৎ রাডারে ধরা পড়ে না, তাই সহজেই ইরানের ভিতরে গিয়ে হামলা চালিয়েছে এই বিমান, ধরাও পড়েনি ইরানের রাডারে। ১৫ টন ওজনের বোমা নিয়ে হামলা চালাতে পারে এই বিমান। বাঙ্কার বাস্টার বোমা দিয়ে জিপিএসের সাহায্যে মাটির একদম গভীরে হামলা চালাতে পারে বোমারু বিমান। তাই এই বিমান দিয়ে এত সফল ভাবে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা।