ইতালির প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাউন্ট এটনায় অগ্ন্যুৎপাতের ফলে অতিরিক্ত গরম গ্যাসের ধোঁয়ায় ভরে উঠেছে আকাশ-বাতাস। বাতাসে কয়েক কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে ছাই আর পাথরের টুকরো। আগ্নেয়গিরির থেকে গলা লাভা গলগল করে বেরিয়ে আসতেও দেখা গিয়েছে। ইতালির সিসিলি দ্বীপপুঞ্জে অবস্থিত এই আগ্নেয়গিরি। এটা অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। যেখানে প্রতি বছর প্রায় ১৫ লক্ষ পর্যটকের সমাগম হয়ে থাকে।