কয়েকদিন আগেই স্থানীয় মহিলাদের বিরূপ প্রতিক্রিয়ার অজুহাতে দলেরই বিধায়ক কাঞ্চন মল্লিককে নিজের গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ ঘটনাচক্রে, কাঞ্চন যে এলাকার বিধায়ক, সেই উত্তরপাড়াও পড়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই৷ দলের বিধায়ককে নিয়ে কল্যাণের এই আচরণে তৃণমূলের অন্দরেই বিতর্ক তৈরি হয়৷ যদিও যে কাঞ্চন মল্লিককে নিয়ে আপত্তি ছিল কল্যাণের, তাঁকেই নিজের প্রচারে ডেকে নিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব৷