Last Updated : ক্রাইম করোনাভাইরাসের কালবেলার (Coronavirus In India) মধ্যেই নতুন করে চিন্তা বাড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকরমাইকোসিস (Mucormycosis)। এই পরিস্থিতিতে দিল্লিতে বিরাট ভুয়ো ইঞ্জেকশন ও ভুয়ো ওষুধ কারবারের হদিশ পেল ক্রাইম ব্রাঞ্চের (Delhi Crime Branch) অফিসারেরা।