TRENDING:

Hooghly Weather Today: সকাল-সন্ধে তবুও ঠিক, বেলা বাড়তেই উধাও শীতের আমেজ! কী হতে চলেছে হুগলিতে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

Last Updated:
Hooghly Weather Today: গত কয়েক দিনের তুলনায় ঠান্ডা অনেকটাই কমল হুগলিতে। কেবলমাত্র হালকা বাতাস বইছে আর সেই বাতাসের কারণেই একটু-আধটু শীত শীত আবহাওয়া বজায় রয়েছে সকাল-সন্ধে। আর বেলা বাড়লেই বাড়ছে গরম।
advertisement
1/5
সকাল-সন্ধে তবুও ঠিক, বেলা বাড়তেই উধাও শীতের আমেজ! কী হতে চলেছে হুগলিতে, জানিয়ে দিল দফতর
গত কয়েক দিনের তুলনায় ঠান্ডা অনেকটাই কমল হুগলিতে। কেবলমাত্র হালকা বাতাস বইছে আর সেই বাতাসের কারণেই একটু-আধটু শীত শীত আবহাওয়া বজায় রয়েছে সকাল-সন্ধে। আর বেলা বাড়লেই বাড়ছে গরম।
advertisement
2/5
হুগলির আবহাওয়ায় এমন ব্যাপক বদল দিন দু'য়েক ধরে লক্ষ্য করা যাচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে শীতের বিদায় ঘন্টা বেজে গেল কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এমন পরিস্থিতিতে কী বলছে আবহাওয়া দফতর চলুন দেখে নেওয়া যাক।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রবিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। স্বাভাবিকভাবেই সোমবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ কিছুটা ঊর্ধ্বমুখী এবং তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৬° সেলসিয়াস। এমন পরিস্থিতিতে সকাল সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাচ্ছে।
advertisement
4/5
এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত হুগলির আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কুয়াশা থাকলেও থাকতে পারে। কুয়াশার দেখা মিললে দৃশ্যমানতা কমে ৯৯৯ থেকে ২০০ মিটার হতে পারে।
advertisement
5/5
অন্যদিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থা থেকে জানা যাচ্ছে, আগামী কয়েক দিন হুগলির তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রীও ছুঁতে পারে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Hooghly Weather Today: সকাল-সন্ধে তবুও ঠিক, বেলা বাড়তেই উধাও শীতের আমেজ! কী হতে চলেছে হুগলিতে, জানিয়ে দিল আবহাওয়া দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল