Saraswati Puja 2026: ছোট্ট 'সরস্বতী'দের তাক লাগানো প্রতিভা! পুজোর আমন্ত্রণপত্রে ছাত্রীদের হাতে আঁকা বাগদেবীর ছবি, দাঁতনের স্কুলের অভিনব ভাবনা
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Saraswati Puja 2026: বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, অনলাইন থেকে ডাউনলোড ছবি, কিংবা স্টক ছবি বাদ দিয়ে, পড়ুয়াদের হাতে আঁকা ছবির মধ্য থেকেই বাছাই করা হয়েছে।
advertisement
1/6

প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় মাতেন। তিনি শিক্ষার দেবী, শিক্ষার্থীদের আরাধ্য দেবতা। ঘটা করে তাই বিভিন্ন বিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিনটিকে পালন করা হয়। তবে দাঁতন ভাগবতচরণ হাই স্কুলে প্রতিবছর থাকে নতুনত্ব। চিঠি থেকে প্রতিমায় থাকে চমক। (ছবি ও তথ্যঃ রঞ্জন চন্দ)
advertisement
2/6
সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ের তরফে আমন্ত্রণপত্র হিসেবে প্রত্যেকের হাতে পৌঁছয় একাধিক চিঠি। তার উপরে থাকে বিভিন্ন সরস্বতী দেবীর ছবি। তা কখনও ইন্টারনেট থেকে মুদ্রিত, কখনও আবার স্টক ছবি। তবে এবার আমন্ত্রণ চিঠির অলংকরণে রয়েছে নতুনত্ব। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে সরস্বতী দেবীর ছবি বেছে নেওয়া হয়েছে, যা আমন্ত্রণ লিপিতে স্থান পেয়েছে।
advertisement
3/6
সরস্বতী পুজোর আমন্ত্রণপত্র পড়ুয়াদের মধ্যে কার ছবিতে সাজবে, সেটা বেছে নিতে প্রতিযোগিতা করেছিল দাঁতন ভাগবতচরণ হাই স্কুল। প্রতিবছর এমন নতুনত্ব আয়োজন করে এই বিদ্যালয়। এবারও বিদ্যালয়ে সেই প্রতিযোগিতার আয়োজন করা হয়। পঞ্চম থেকে একাদশ পর্যন্ত প্রায় পঞ্চাশের অধিক পড়ুয়া অংশ নিয়েছিল। প্রতিযোগিতার শেষে এক ছাত্রীর ছবি বেছে নেওয়া হয়। সেই ছবি স্থান পেয়েছে আমন্ত্রণপত্রে। তাঁদের দেওয়া হবে পুরস্কারও।
advertisement
4/6
একাধিক প্রতিযোগীর মধ্য থেকে একাদশ শ্রেণির ছাত্রী সুস্মিতা দাসের ছবি বিদ্যালয়ের আমন্ত্রণ লিপিতে জায়গা করে নিয়েছে। সেই ছবিতে লুকিয়ে ছিল সৃজনশীলতা ও নতুনত্ব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দাস বলেন, অনলাইন থেকে ডাউনলোড ছবি, কিংবা স্টক ছবি বাদ দিয়ে, পড়ুয়াদের হাতে আঁকা ছবির মধ্য থেকেই বাছাই করা হয়। যেহেতু, শিক্ষার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তাই পড়ুয়াদের মধ্য থেকেই আমন্ত্রণপত্রের জন্য ছবি বাছাই করা হয়।
advertisement
5/6
বিদ্যালয়ে বাগদেবীর ছবি আঁকার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। যেখানে শুধু সুস্মিতা দাসের আঁকা সরস্বতী দেবী নয়, রয়েছে পূর্ণিমা, দেবস্মিতা, মামনি, মৌমিতা, মানালি, দীক্ষা ও সৃজনীর আঁকা সরস্বতী দেবীর মুখবয়বও। সকলের কাছে পৌঁছে যাচ্ছে এই চিঠি, যা স্বাভাবিকভাবে আনন্দ দিচ্ছে ছাত্রছাত্রীদের।
advertisement
6/6
বিদ্যালয়ে এই অভিনব আয়োজনে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা। এমন এক অভিনব হাতে আঁকা ছবি এবং হাতে লেখা আমন্ত্রণপত্র পেয়ে খুশি প্রত্যেকে। বিদ্যালয়ের এমন অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মহল। (ছবি ও তথ্যঃ রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: ছোট্ট 'সরস্বতী'দের তাক লাগানো প্রতিভা! পুজোর আমন্ত্রণপত্রে ছাত্রীদের হাতে আঁকা বাগদেবীর ছবি, দাঁতনের স্কুলের অভিনব ভাবনা