ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট (FSTP) হল মানুষের মলমূত্র ট্রিটমেন্টের মাধ্যমে জৈব সারে পরিণত করা। যা প্রাথমিকভাবে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ও ২ এবং হলদিয়া মহাকুমার মহিষাদল ব্লকে। দিঘা, তাজপুর, মন্দারমনির মতো পর্যটন কেন্দ্রের হোটেল থেকে মল সংগ্রহ করে তৈরি হবে জৈব সার। রাজ্যে প্রথম এ রকম একটি মডেল প্রকল্প শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়।
advertisement
দিঘা, মন্দারমনি পর্যটনকেন্দ্রে সারা বছর ধরে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। প্রচুর হোটেল, লজ এখানে গড়ে উঠেছে। ফলে মলমূত্র জমে দূষণ ছড়াচ্ছে। তাই স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল বাংলা কর্মসূচিতে এফএসটিপি প্রকল্পের উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রামনগর -১ ব্লকের তালগাছাড়িতে ইতিমধ্যে প্রকল্প গড়ে উঠেছে। প্রায় আড়াই কোটি টাকা খরচ করা হয়েছে এই প্রজেক্টের জন্য। কুড়ি জানুয়ারি রয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। ২০ জানুয়ারি থেকে হোটেল এবং লজের পাশাপাশি গৃহস্থ বাড়ি থেকেও মল সংগ্রহ করে জৈব সার তৈরির প্রক্রিয়া শুরু হবে। প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দু’টি সংস্থা দায়িত্ব পেয়েছে বলে জানা যায় জেলা প্রশাসন সূত্রে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস কুমার মণ্ডল জানিয়েছেন, ‘সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় পরিবেশবান্ধব এ ধরনের প্রকল্প চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দিঘা, মন্দারমনির মতো পর্যটন কেন্দ্রের হোটেলের পাশাপাশি দু’টি ব্লকে সমস্ত বাড়ি থেকেই মল সংগ্রহ করা হবে। এরপর শুরু হবে মহিষাদল ব্লকে। তারপর প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। এবং ওই জৈব সার বাজারজাত করা হবে। এর ফলে পরিবেশ দূষণ যেমন নিয়ন্ত্রিত হবে তেমন কর্মসংস্থান হবে।”
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই এই প্রকল্প চালু করা হবে। ফলে জেলা জুড়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা নেবে ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট।





