TRENDING:

East Medinipur News: মানুষের শৌচালয়ের বর্জ্য বদলে জৈব সার! পরিবেশ দূষণ রোধে রাজ্যে এই প্রথম মলমূত্র পরিশোধন প্রকল্প

Last Updated:

East Medinipur News: রাজ্যে প্রথম ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। এই ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের মলমূত্র জৈব সারে পরিণত হবে। যা আগামী দিনে পরিবেশ দূষণকে অনেকটাই রোধ করবে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বর্তমান সময়ে বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হচ্ছে। জেলায় পরিবেশ দূষণ রোধে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। জেলায় দিঘা, মন্দারমনি, তাজপুরের মতো পর্যটন কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি জেলা জুড়ে বিভিন্ন ব্লকে জনসংখ্যা বাড়ছে। ফলে দূষণ বাড়ছে মানুষের বর্জ্য থেকে। এবার তাই একেবারে ভিন্নধর্মী চিন্তা ভাবনা জেলা প্রশাসনের। প্রশাসন মানুষের মলমূত্র পরিশোধন করে তা জৈব সার হিসাবে বাজারে আনতে চলেছে। ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই কাজ। জেলায় ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট আগামী দিনে পরিবেশ দূষণকে অনেকটাই রোধ করবে।
advertisement

ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট (FSTP) হল মানুষের মলমূত্র ট্রিটমেন্টের মাধ্যমে জৈব সারে পরিণত করা। যা প্রাথমিকভাবে শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুরের রামনগর ১ ও ২ এবং হলদিয়া মহাকুমার মহিষাদল ব্লকে। দিঘা, তাজপুর, মন্দারমনির মতো পর্যটন কেন্দ্রের হোটেল থেকে মল সংগ্রহ করে তৈরি হবে জৈব সার। রাজ্যে প্রথম এ রকম একটি মডেল প্রকল্প শুরু হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়।

advertisement

আরও পড়ুনঃ ভারতের প্রথম ‘লাইটহাউস অন দ্য এয়ার’ ব্যবহার গঙ্গাসাগরে! দেশের সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা হল আরও শক্তিশালী

দিঘা, মন্দারমনি পর্যটনকেন্দ্রে সারা বছর ধরে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। প্রচুর হোটেল, লজ এখানে গড়ে উঠেছে। ফলে মলমূত্র জমে দূষণ ছড়াচ্ছে। তাই স্বচ্ছ ভারত মিশন এবং মিশন নির্মল বাংলা কর্মসূচিতে এফএসটিপি প্রকল্পের উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ।

advertisement

View More

আরও পড়ুনঃ মূর্তি নদীতে স্নান করতে গিয়ে যুবকের প্রাণ নিয়ে যমে-মানুষে টানাটানি! গরুমারা অভয়ারণ্য লাগোয়া মূর্তি বনবস্তিতে আতঙ্কের পরিবেশ

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রামনগর -১ ব্লকের তালগাছাড়িতে ইতিমধ্যে প্রকল্প গড়ে উঠেছে। প্রায় আড়াই কোটি টাকা খরচ করা হয়েছে এই প্রজেক্টের জন্য। কুড়ি জানুয়ারি রয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন। ২০ জানুয়ারি থেকে হোটেল এবং লজের পাশাপাশি গৃহস্থ বাড়ি থেকেও মল সংগ্রহ করে জৈব সার তৈরির প্রক্রিয়া শুরু হবে। প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দু’টি সংস্থা দায়িত্ব পেয়েছে বলে জানা যায় জেলা প্রশাসন সূত্রে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস কুমার মণ্ডল জানিয়েছেন, ‘সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় পরিবেশবান্ধব এ ধরনের প্রকল্প চালু হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দিঘা, মন্দারমনির মতো পর্যটন কেন্দ্রের হোটেলের পাশাপাশি দু’টি ব্লকে সমস্ত বাড়ি থেকেই মল সংগ্রহ করা হবে। এরপর শুরু হবে মহিষাদল ব্লকে। তারপর প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার তৈরি করা হবে। এবং ওই জৈব সার বাজারজাত করা হবে। এর ফলে পরিবেশ দূষণ যেমন নিয়ন্ত্রিত হবে তেমন কর্মসংস্থান হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মানুষের শৌচালয়ের বর্জ্য বদলে জৈব সার! দূষণ রোধে রাজ্যে প্রথম মলমূত্র পরিশোধন প্রকল্প
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকেই এই প্রকল্প চালু করা হবে। ফলে জেলা জুড়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা নেবে ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্রজেক্ট।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: মানুষের শৌচালয়ের বর্জ্য বদলে জৈব সার! পরিবেশ দূষণ রোধে রাজ্যে এই প্রথম মলমূত্র পরিশোধন প্রকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল