অন্যকে হাসিয়ে নিজে থাকতেন কষ্টে! আম্পায়ার বিলি বাউডেনকে মনে আছে? তিনি এখন কোথায়!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
umpire billy bowden: অন্যকে হাসাতেন। কিন্তু নিজে কষ্টে থাকতেন আম্পায়ার বিলি বাউডেন।
advertisement
1/6

মাঠে তাঁর প্রতিটা অঙ্গভঙ্গি ক্রিকেট ভক্তদের এখনও মনে আছে নিশ্চয়ই! তিনি মাঠে থাকা মানে অন্যের মুখে হাসি। সেই আম্পায়ার বিলি বাউডেনকে মনে আছে তো?
advertisement
2/6
বিলি বাউডেন অন্যকে হাসালেও নিজে থাকতেন কষ্টে। আসলে একটা সময় দুর্দান্ত বোলিং করতেন তিনি। ২০ বছর বয়স পর্যন্ত বোলার হিসেবে সুনাম অর্জন করেছিলেন নিউজিল্যান্ডের এই আম্পায়ার।
advertisement
3/6
একটা সময় আর্থারাইটিস কাবু করে ফেলে তাঁকে। ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায়। তবে তিনি মাঠ থেকে দূরে থাকতে পারতেন না। তাই ঠিক করেন আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন।
advertisement
4/6
আম্পায়ারিং-এর সময় বিলি আউট বা ওভার বাউন্ডারির সিগনাল দেখালে আঙুল কিছুটা বেঁকিয়ে নিতেন। এতে তাঁর গেঁটে বাতের ব্যথা কিছুটা কম হত।
advertisement
5/6
অনেকে ভাবতেন ওভাবে আউট বা ওভার বাউন্ডারির সিগন্যাল দেখানোটা ছিল বিলির স্টাইল! আসলে ব্যাপারটা তা নয়। বিলি শারীরিক সমস্যার কারণেই ওরকম করতেন।
advertisement
6/6
২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল। এখন তিনি দুই সন্তান ও স্ত্রীর সঙ্গে অকল্যান্ডে থাকেন। তাঁর স্ত্রী একজন পুষ্টিবিদ।